ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়াতে কোডেকের ইকোসিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রজেক্ট  অফিসার মো:রাসেল আমিন । সভায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও এর ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন তিনি । উক্ত সভায়  উপস্থিত ছিলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পেশার ২৫ জন নারী-পুরুষ । আলোচনায় ইকোসিস্টেমের গুরুত্ব এবং  পুনরুদ্ধার বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষিতে আধুনিকায়ন জরুরি, সম্ভাব্যক্ষেত্রে আইপিএম পদ্ধতির প্রসারণ দরকার।  পরিশেষে তিনি সমাপনি বক্তব্যে  কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার এর বিভিন্ন দিক আলোচনা করেন । কৃষি কাজে তিনি  কীটনাশক ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

প্রশিক্ষণে সহযোগীতায় ছিলেন  ফিল্ড অফিসার মিস কহিনুর আক্তার ।

পাঠকের মতামত: