ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

চকরিয়ায় সড়কের চলন্ত ট্রাক ঢুকে পড়ে  রেস্টুরেন্টের দেয়ালে ধাক্কা, চাপা পড়ে কর্মচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগরে একটি রেস্টুরেন্টে চলন্ত ট্রাক ঢুকে পড়ে দেয়াল চাপায় মো. ওসমান গনী (১৮) নামের ওই রেস্টুরেন্টের এক কর্মচারী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন ওই রেস্টুরেন্টের বার্বুচি মোহাম্মদ ইসমাইল (৩২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 গতকাল রোববার  (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং আজিজনগর ইছাছড়ি এলাকায় নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউস নামের খাবার হোটেলের সামনে ঘটেছে এ দুর্ঘটনা। নিহত ওসমান গনি হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড গয়ালমারা পূর্ব কাট্টলী এলাকার নুর মোহাম্মদ এর ছেলে।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, রোববার সকালে চট্টগ্রাম থেকে পন্য সামগ্রি নিয়ে কক্সবাজারে যাচ্ছিলেন একটি ট্রাক। ওইসময় গাড়িটি মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইছাছড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ হাইওয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেয়ালে ধাক্কা দেয়। এসময় দেয়াল চাপা পড়ে রেস্টুরেন্টের কর্মচারী ওসমান গনি ঘটনাস্থলে  নিহত হয়।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ঘটনাস্থল রেস্টুরেন্ট থেকে নিহতের  মরদেহ উদ্ধারপুর্বক পরিবারকে হস্তান্তর  ও আহত বাবুর্চিকে উদ্ধার করে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে গাড়িটি ( চট্রমেট্রো-শ-১১-৩৭৪৬)  জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত: