নিজস্ব প্রতিনিধি, চকরিয়া : চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করলেন মাওলানা ইমাম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৩ মার্চ) চকরিয়া পৌরশহরের কাচালং রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ, মাওলানা ইমাম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকিব । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাংবাদিক বিএম হাবিব উল্এলাহ, কে এম বেলাল উদ্দিন, সাংবাদিক জহিরুল আলম সাগর, সাংবাদিক জিয়া উদ্দিন ফারুক, সাংবাদিক মনজুর আলম, সাংবাদিক অলি উল্লাহ রনি, সাংবাদিক শাহ জালাল শাহেদ, সাংবাদিক এইচ এম রুহুল কাদের,সাঈদী আকবর ফয়সালসহ জাতীয় স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা । তাছাড়া জাতীয় নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন,খায়রুল হাসানসহ ছাত্র প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই । যদি আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমার কোনো সুযোগ হলে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করবো,এবং সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন ।
পাঠকের মতামত: