ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সম্মেলনে অতিথি না করায়

চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::   চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মেলনে বিএনপি নেতা মৌলভী এহেছানকে অতিথি না করায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজ উদ্দিন আহমেদকে সম্মেলন শেষে বাড়ি ফিরার পথে পথরোধ করে প্রাণে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করা হয়েছে। ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের মধ্যবর্তী রাজারবিল (নোয়াপাড়া) এলাকার আবুল খাইর মাষ্টারের ঘাটায় ২০ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

অভিযোগে ও স্থানীয় নেতাকর্মী সূত্রে জানাগেছে, ২০ডিসেম্বর শুক্রবার বাদে মাগরিব থেকে ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সম্মেলন শুরু হয়। রাত সাড়ে ৯টায় সম্মেলন শেষ হয়। অন্যান্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজ উদ্দিন আহমেদ ও বিএনপি নেতা আলহাজ্ব কুতুব উদ্দিনসহ বিএনপি নেতাকর্মীরা। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মৌলভী এহেছানুল হককে শ্রমিকদলের সম্মেলনে অতিথি না করায় ক্ষিপ্ত হয়ে সম্মেলন শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরার পথে  ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মৌলভী এহেছানুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সরওয়ার আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ, যুবদলের সিনিয়র সদস্য জুবাইর, সহসভাপতি মিরাজ, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বাবুসহ আরো ১০-১৫ জন লোক নিয়ে সন্ত্রাসী কায়দায় পথরোধ করে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার সিরাজ উদ্দিন আহমেদসহ ২জন বিএনপি নেতা। পরে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা এগিয়ে গিয়ে মাষ্টার সিরাজকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদেরকে দেখতে যান পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, সাবেক সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপি নেতৃবৃন্দরা। কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্খাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।
এদিকে তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা সালাহ উদ্দিন আহমদের হস্তক্ষেপ পূর্বক অগতান্ত্রিক ও অরাজনৈতিক চর্চা করা বিএনপি নেতা এহেছানসহ জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। অপরদিকে উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানাগেছে।

পাঠকের মতামত: