৫ ফেব্রুয়ারি থেকে ছবি তোলা, আঙ্গুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ শুরু করার কথা থাকলেও চকরিয়া উপজেলায় এখনো তারিখ নির্ধারিত হয়নি । প্রতিদেকের সাথে একান্ত আলাপকালে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করেন । তবে খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, ২০২৫ সালের চকরিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ তথ্য ডাটা সংগ্রহ হয়েছে মোট ২৬০২৮ জন । তৎমধ্যে নারী ভোটার প্রার্থী ১৩৭২২জন, পুরুষ ১২৩০৬ জন । মৃত ভোটার তালিকা সংগ্রহ হয়েছে ৬১৫৭ জন, এবং সেগুলো বাদ দেয়ার প্রক্রিয়া চলছে । চকরিয়া উপজেলার বর্তমান ভোটার সংখ্যা ৩৮৫৮৮০ জন । ভোটার তালিকা হালনাগদ তথ্যে দেখা যায়, এবারে পুরুষের চেয়ে নারী ভোটার ১৪১৬ জন বেশি।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ লক্ষ্যমাত্রা বিদ্যমান ভোটারের ৫% থাকলেও বাস্তবে তথ্য সংগ্রহ হয়েছে ৬.৭৫ % ।
পাঠকের মতামত: