কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহি একই বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় সিএনজি গাড়িতে থাকা একটি ছাগলও মারা গেছে। বাসের প্রচন্ড ধাক্কায় দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে ইসলামনগর ময়লার ডিপু (ডাম্পিং স্টেশন) এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
নিহত দুইজন হচ্ছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছাবেতপাড়া এলাকার মনুর আলমের ছেলে সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ সোহেল ২২) ও একই এলাকার বাসিন্দা মৌলানা কামাল হোসেন এর ছেলে নুর উল্লাহ (২২)। দুইজনের পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন। তিনি প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে বলেন, গতকাল বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে পেকুয়া থেকে চকরিয়া উপজেলা সদরে যাত্রী নিয়ে ফিরছিলেন সিএনজি অটোরিকশাটি। ওইসময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বানিয়ারছড়া স্টেশনের কাছে ইসলামনগর ময়লার ডিপু এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ দুইজন নিহত হন। এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার ভেতরে থাকা যাত্রীর একটি ছাগলও মারা গেছেন বলে জানিয়েছেন ওসি আরিফুল আমিন।
তিনি বলেন, দুর্ঘটনার পরপর এগিয়ে আসা আশপাশের লোকজনের সহায়তায় দুুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। দুইজনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হচ্ছে। দুঘটনা কবলিত গাড়ি দুটো হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত: