ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার  গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে উচ্চ আদালত (হাইকোর্ট) কতৃক ঘোষিত নির্দেশনার আলোকে থ্রি হুইলার (অটো সিএনজি টমটম ব্যাটারি চালিত রিক্সা) গাড়ি চলাচল বন্ধের লক্ষ্যে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উদোগে  জনসচেতনতা মুলক প্রচারনার অংশ হিসেবে বিশেষ  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে চিরিঙ্গা হাইওয়ে থানা এলাকায় প্রচারনামুলক এই বিশেষ ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
এসময় চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের এসআই এম এ নোমান, সার্জেন্ট মেজবাহ উল হক, এটিএসআই সাজ্জাদ হোসেন, হাইওয়ে পুলিশের সদস্য, পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি পুলিশ পরিদর্শক আরিফুল আমিন বলেন, মহাসড়কে ব্যাটারি চালিত অবৈধ থ্রি হুইলার গাড়ির অবাধ চলাচলের কারণে প্রতিনিয়ত ছোট বড় সড়ক দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। এতে অনেকের প্রাণহানির পাশাপাশি গুরুতর আহত হয়ে সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককে।
উল্লেখিত বিষয়টি জনস্বার্থে বিবেচনায় ইতোপূর্বে মহামান্য হাইকোর্ট (উচ্চ আদালত) আদেশ দিয়েছেন মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে এসব যানবাহন চলাচল বন্ধ থাকবে। কিন্তু আমরা দেখছি, মহামান্য আদালতের সেই নির্দেশনা এবং সড়ক পরিবহন আইন অমান্য করে বেশিরভাগ সময় থ্রি হুইলার গাড়ি গুলো মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে অবাধে চলাচল করছে।
এই প্রেক্ষাপটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওন এর
পুলিশ সুপার এর নির্দেশে আমরা চিরিঙ্গা হাইওয়ে থানা এলাকায় প্রচারনা হিসেবে জনসচেতনতা মুলক ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।
হাইওয়ে ওসি আরিফুল আমিন বলেন, এখন থেকে চকরিয়া উপজেলা অংশে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মহামান্য হাইকোর্ট ও সড়ক পরিবহন আইন অমান্য করে কেউ থ্রি হুইলার অটো সিএনজি টমটম ব্যাটারি চালিত রিক্সা চালালে চালক ও যানবাহনের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইজন্য আমরা আগে থেকে সবাইকে সচেতন করতে প্রচারনা হিসেবে এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

পাঠকের মতামত: