মনির আহমদ, কক্সবাজার :: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরো শক্তিশালী হয়েছে। কক্সবাজারকে ৪নং সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে। ঘুর্নীঝড় মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনে কন্ট্রোল রুম খোলার প্রস্তুতি নেয়া হয়েছে।
এর প্রভাবে কক্সবাজারের চকরিয়া সহ জেলাব্যাপী বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
এদিকে আজ শুক্রবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব মোকাবিলা ও সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করেছে জেলা প্রশাসন।জানিয়েছেন কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাং আব্দুর রহমান।
জানা গেছে, সরকারের উচ্চমহলের নির্দেশনা বাস্তবায়ন ও স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলা ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হবে এবং সেগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নে কাজ করবে জেলা প্রশাসন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে তীরে নোঙর করার নির্দেশ দিয়ে যাচ্ছেন প্রশাসন।
অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় (৮ নভেম্বর) কক্সবাজার আবহাওয়া অধিদফতর জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার,চট্টগ্রাম,
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৪ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর বিক্ষুব্ধ রয়েছে বলেও জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ মো: আব্দুর রহমান আরো জানান,ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর মুল প্রভাবটা আপাতত
সাতক্ষিরা, খুলনা ও পটুয়াখালীর দিকে রয়েছে। তিনি বলেন, যদি মোড় পরিবর্তন করে কক্সবাজারের দিকে তাহলে হয়ত কক্সবাজারে আরো বেশী প্রভাব পড়তে পারে।।
পাঠকের মতামত: