কক্সবাজার জেলা সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়া উপজেলার ভুমি অফিসে কর্মরত কাননগো, নাজির, অফিস সহকারীদের ঘুষ বাণিজ্যে ভুমি মালিকরা অতিষ্ট হযে উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, কাংখিত চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে কোন টেবিল থেকেই ফাইল ছাড়েনা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। অফিস চলাকালীন সময়ে ঘুষের হাট বসে এ অফিসে। নামজারী, জমাভাগ খতিয়ান সৃজন, ডিসিআর উত্তোলন, বিভিন্ন বিষয়ে অপত্তি, অভিযোগ দাখিল ও শুনানীর পক্রিয়া শুরু করতে দায়িত্ব প্রাপ্তদেরকে বখশিষ না দিলে বাদী-বিবাদী উভয় পক্ষকে হয়রাণীর শিকার হতে হয়। এ অভিযোগ নিত্যদিনের।
পেকুয়া সদরের দক্ষিণ মেহেরনামা এলাকার বাসিন্দা হাসান আলী। তাদের পৈত্রিক ১০ শতক জমি নিজের নামীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেন তারই প্রতিবেশী ছৈয়দ আহমদ। বিষয়টি জানতে পেরে তিনি পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে একটি মিস মামলা দায়ের করেন। ২০১৭ সালে দায়েরকৃত মামলাটি সে সময় তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলা হয় পেকুয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো শান্তি জীবন চাকমাকে।
মামলার বিষয়টি সেসময় সরেজমিনে তদন্ত করে আসেন কানুনগো শান্তি জীবন চাকমা। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও তিনি আজ পর্যন্ত দেননি তদন্ত প্রতিবেদন। দাবীকৃত ঘুষ না পাওয়ায় তিনি এমনটি করছেন বলে অভিযোগ মামালার বাদী পক্ষের লোকজন।
একইভাবে শুধুমাত্র ঘুষের দাবীতে আটকে রাখা হয়েছে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার মাস্টার নুরুল কাদের, মাতবর পাড়া এলাকার সোনিয়া মোস্তফা চৌধুরী ও মগনামা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৌলভী নুর মোহাম্মদের মিস মামলা গুলোর প্রতিবেদন।
ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি সংক্রান্ত কোন কাজে গেলে সেবা প্রার্থীদের নানাভাবে হয়রানি করেন কানুনগো শান্তি জীবন চাকমা। ঘুষের দাবীতে তিনি এ হয়রানি করে থাকেন। বছরের পর বছর ঘুরেও তার কাছ থেকে কোন কাজ আদায় করা যায় না। কিন্তু ঘুষের অর্থ পেলেই মূহুর্তেই করে দেন সব নিয়ম-অনিয়ম। ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও চিহ্নিত কিছু দালালের সমন্বয়ে পেকুয়া ভূমি অফিসে তিনি গড়ে তুলেছেন ঘুষের সম্রাজ্য। চিহ্নিত দালালদের মাধ্যম ছাড়া ভূমি অফিসের কোন সেবা পান না সেবাপ্রার্থীরা।
ভুক্তভোগী মাস্টার নুরুল কাদের বলেন, গত মার্চে দায়ের করা আমার একটি মিস মামলার প্রতিবেদন আটকে রেখেছেন কানুনগো শান্তি জীবন চাকমা। তার দাবীকৃত বিশাল অংকের ঘুষ দিতে না পারায় আমি খুব হয়রানির শিকার হচ্ছি। দালালদের মাধ্যমে কাজ না করাতে আমার এ দশা।
এ ব্যাপারে পেকুয়া ভূমি অফিসের কানুনগো শান্তি জীবন চাকমা বলেন, তার বিরুদ্ধে অনীত এসব অভিযোগ সত্য নয়। অভিযোগকারীরা বলেন, ফাইল গুলো উর্ধতন কতৃপক্ষ তদন্ত করলেই অভিযোগের সত্যতা মিলবে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সাঈকা শাহাদাত বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশ:
২০১৯-১০-০৩ ১০:৫১:২৭
আপডেট:২০১৯-১০-০৩ ১১:২২:১১
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
পাঠকের মতামত: