ফারুক আহমদ, উখিয়া :: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্যের সমর্থকদের ভোট কেন্দ্র দখল ও জালভোট প্রয়োগ ও বাধা প্রদান নিয়ে ত্রি পক্ষের সংঘর্ষ নিয়ে বিজিবির গুলিতে ২ জন জন উপজাতি চাকমা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।
গুলিবিদ্ধদের মধ্যে অংচাই তঞ্চজ্ঞ্যা (৫৫)। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এর আগে একই ঘটনায় মংচিং চা তঞ্ঝজ্ঞা (৪৫) নামে এক উপজাতি ঘটনাস্থলে নিহত হন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, গতকাল সোমবার বিকাল ৪টার দিকে ঘুমধুমে ফাত্রাঝিরি ভোটকেন্দ্রে এই ঘটনাটি ঘটে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ এই তথ্য নিশ্চিত করেছেন।
উপস্থিত অনেকে জানান, প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্য প্রার্থী আছমত আলী ও বাবুল কান্তি তঞ্চজ্ঞ্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিজিবির উপর আক্রমণ করে উভয় পক্ষের সমর্থকেরা। এতে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এতে একজন উপজাতি গুলিতে ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর গুলিবিদ্ধ হয় আরো কয়েকজন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও বিজিবির গুলিবষর্নে আরো ১০ জন আহত হয়েছে বলে জানান গ্রামবাসিরা।
কেন্দ্রে সহিংসতা ও গুলিবর্ষণ ঘটনার পর পর ভোটের ফলাফল স্থগিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
পাঠকের মতামত: