ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

গোমাতলীতে ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্রশস্ত্রসহ আটক ২

songarsমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

পোকখালীতে বিশাল লবণ মাঠের দখল-বেদখলকে কেন্দ্র করে আবারো ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’ লবণ পাহারাদারকে আটক করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে উক্ত লবণ মাঠের দখল নিয়ে বিবদমান গ্রুপদ্বয় দু’দফে মুখোমুখি হলো। র‌্যাব ও পুলিশের অভিযানে এ পর্যন্ত ৩ জন আটক ও ৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আটককৃতের একজনের স্বজনরা অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগও করেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার হাফেজ মিয়া ঘোনার দখলকে কেন্দ্র করে দীর্ঘ বছর যাবত দুটি গ্রুপ সক্রিয় রয়েছে। এর একটি হচ্ছে হাফেজ আহমদ চৌধুরীর পুত্র খালেদ মনসুরের নেতৃত্বাধীন এবং অন্যটি হচ্ছে নিরিবিলি গ্রুপের নেতৃত্বাধীন। কয়েকদিন আগে ২১৭ একর এ লবণ প্রজেক্টের দখল নেয় খালেদ মনসুরের নেতৃত্বাধীন গ্রুপ। এসময় নুরুল হক নামের একজনকে র‌্যাব অস্ত্র সমেত আটক করে। কিন্তু আটক ব্যক্তির স্ত্রী তার স্বামীকে র‌্যাব অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে মর্মে সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলে। এর দু’দিন পর আবারো বিবদমান পক্ষদ্বয় লবণ মাঠের দখল নিয়ে মুখোমুখি হয়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে থানা ও ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযান চলে দীর্ঘ ৪ ঘন্টা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিবদমান পক্ষদ্বয় বিস্তৃর্ণ লবণ মাঠে আত্মগোপনে চলে যায়। এসময় ইছাখালীর শফির মালিকানাধীন টংঘর তল্লাশী চালিয়ে অভিযানকারী পুলিশ দেশীয় তৈরী দুটি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করেছে। এরা লবণ মাঠের পাহারাদার বলে জানিয়েছে পুলিশ। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে মঙ্গলবার। কক্সবাজার মডেল থানায় দায়েরকৃত এ মামলার বাদী হচ্ছেন ঈদগাঁও তদন্ত কেন্দ্র দ্বিতীয় কর্মকর্তা দেবাশীষ সরকার। মামলা নং ১৩। তাং ৪/৪/১৬। আটক আসামীরা হচ্ছে পোকখালী পশ্চিম টেকপাড়ার মৃত ইসলাম ফকিরের পুত্র বশির আহমদ (৩৫) এবং বড় মহেশখালী গোরকঘাটার মৃত সিকদার আলীর পুত্র আবদুল জব্বার (৪০)। অভিযানে সহকারী পুলিশ সুপার (সদর-রামু সার্কেল) গোলাম রুহুল কুদ্দুছ, ঈদগাঁও তদন্ত কেন্দ্র আইসি মো. খায়রুজ্জামান, দ্বিতীয় কর্মকর্তা দেবাশীষ সরকার, এএসআই আহসান মোর্শেদ, এএসআই পেয়ার আহমদসহ কক্সবাজার পুলিশ লাইন ও ঈদগাঁও পুলিশের অর্ধশত ফোর্স অংশ নেয়। আইসি মো. খায়রুজ্জামান জানান, এসময় বিক্রির জন্য একপক্ষ ৩টি বোট লবণ বোঝাই করেছিল।

পাঠকের মতামত: