ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

গাড়ি আটক বাণিজ্যের অভিযোগ ।। পটিয়া হাইওয়ে পুলিশের এএসআই মহিউদ্দিন স্ট্যান্ড রিলিজ

polic chadabajiপটিয়া প্রতিনিধি ::

চট্টগ্রাম–কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া–কর্ণফুলীতে গাড়ি আটক বাণিজ্যের অভিযোগে পটিয়া–ক্রসিং হাইওয়ে পুলিশের এএসআই মো. মহিউদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নির্দেশে তাকে গত বুধবার রাজশাহী রেঞ্জের বগুড়ায় বদলি করা হয় বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মহাসড়কে দীর্ঘদিন ধরে হাইওয়ে পুলিশের কিছু অফিসার সিএনজি, টেম্পু, বাস, ট্রাক, মিনি ট্রাকসহ বিভিন্ন গাড়ি আটক করে বাণিজ্য করছিলেন। প্রায় সময় মনসা বাদামতল, শিকলবাহা জামাল পাড়ার রাস্তা এলাকা, ভেল্লাপাড়া ব্রীজের পাশে ও কচুয়াই জলুয়ারদিঘীর পাড় এলাকায় হাইওয়ে পুলিশ অবস্থান করে গণহারে গাড়ি আটক করে বাণিজ্য করার অভিযোগ রয়েছে। অভিযোগে জানা যায়– পটিয়া–ক্রসিং হাইওয়ে পুলিশের এএসআই মহিউদ্দিন সম্প্রতি একটি পিকআপ আটক করে বাণিজ্য করার বিষয়টি হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম জানতে পারেন। এবিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তিনি মহিউদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করে রাজশাহী রেঞ্জে নিয়ে যান। এব্যাপারে পটিয়া–ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মহাসড়কে গাড়ি আটক করে বাণিজ্য করার খবর পাওয়ায় ডিআইজি স্যার মহিউদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করেছেন।

পাঠকের মতামত: