ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

গর্জনিয়ার জঙ্গলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

হাফিজুল ইসলাম চৌধুরী :: 
কক্সবাজারের রামুর গর্জনিয়ার পূর্বথিমছড়ির গহীন জঙ্গলে আব্দুল মতলব (৪৫) নামে এক ব্যক্তিকে খুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় স্থানীয়রা তাঁর লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিথরদেহ উদ্ধার করে। সোমবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত আব্দুল মতলব গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের হাজী মোহাম্মদ হাসানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. নুরুল আবছার চকরিয়া নিউজকে বলেন- আব্দুল মতলবের লাশ গহীন জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের গলা, তলপেটসহ নানা অংশে খুপিয়েছে দুর্বৃত্তরা। কেন বা কি কারণে এ হত্যাকাণ্ড? তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে আব্দুল মতলবের স্ত্রীর বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জব্বার বলেন- নিহত ব্যক্তি স্থানীয়ভাবে শিকারি হিসাবে পরিচিত। সে বন জঙ্গলে থাকতে বেশি ভালোবাসতেন। তাঁর একটি শিকারি দল রয়েছে। তাঁদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা সংঘটিত হয়েছে।

পাঠকের মতামত: