ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন -এড.হাসিনা আহমেদ

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া থেকে ::

জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এ কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে ঐক্যফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এম.পি এডভোকেট হাসিনা আহমেদ ১১ ডিসেম্বর মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিভিন্ন ইউনিয়নের গনসংযোগ ও পথসভায় বলেন , নির্বাসিত গনতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সকল ভয়ভীতি গুজব উপেক্ষা করে ধানের শীষে ভোট দিন। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে লুটপাট গুম হত্যা ও সমুদয় অবিচারের দাত ভাঙ্গা জবাব দিতে নারী পুরুষ সকলকে আহবান জানান । তিনি সবাইকে সতর্ক করে বলেন, ভোটের বাক্সে কাউকে হাত দিতে দেয়া হবেনা। সবাই নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ক্ষমতাসীন সরকার আপনাদের প্রিয় নেতা সালাহ উদ্দিন আহমদের উন্নয়নকামী রাজনৈতিক প্রজ্ঞায় ভীত হয়ে ভারতের আদালতে নির্দোষ প্রমানিত হওয়ার পরও দেশে ফিরতে দিচ্ছেনা। ইনশাল্লাহ আপনাদের রায় নিয়ে আবারো তাকে আপনাদের মাঝে ফিরিয়ে এনে আপনাদের এ সাংগঠনিক মাতামুহুরী এলাকাকে প্রশাসনিক উপজেলায় রুপান্তর করব। বি.এম.চর ইউনিয়নের কৃষ্ঞপুর, বহদ্দার কাটা উচ্চবিদ্যালয় ষ্টেশন, কুচ্ছালিয়া পাড়া, পূর্ব বহদ্দারকাটা, বহদ্দারকাটা ষ্টেশন, পূর্ব বড়ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়া, চর পাড়া, সিকদার পাড়া, রওশন আলী সিকদার পাড়া মহল্লার কুম, ব্রান্মনপাড়া, কবির বাপের পাড়া, আলিক পাড়া, বুড়ির পাড়া নয়া পাড়া, সাহারবিল ইউনিয়নের বি.এম.এস উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভায় বক্তব্য রাখেন এডভোকেট হাসিনা আহমেদ, এছাড়া একই ইউনিয়নের মাইজ গোনা রামপুর, কোরাল খালী, পনির নাল খাল পাড়া হাসি সিকদার পাড়া, পেকুয়ারকুল, দিয়ার চর, পাহাড়িয়া পাড়ায় ও কোনাখালী ইউনিয়নের মরংঘোনা বাঘগুজারা ব্রীজ ষ্টেশন, পুরইত্যাখালী পালং পাড়া সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক হেফাজতুল ইসলাম টিপু, সহ সভাপতি আবু ইউছুফ চেয়ারম্যান, জেলা বি.এন.পির সদস্য নুরুল হেছাইন সিকদার, যুগ্ন সা.সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক মো.আলী চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, ইমরুল হাসান হান্নান, যুবদলের সভাপতি ইমাম উদ্দিন মনির, সধারণ সম্পাদক আতিক উল্লাহ, বি.এম.চর ইউনিয়ন বি.এন.পির সভাপতি মাষ্টার রুকন উদ্দিন, সা.সম্পাদক মাষ্টার ইব্রাহিম, আজিজুল হক কন্ট্রাক্টর, গোলাম চোবহান, স্বেচ্ছা সেবক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, আলি উল্লাহ রণি, আলাউদ্দিন লিটন, আবু নঈম নেজাম উদ্দিন, ছাত্র দলের আসিফ নেওয়াজ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পূর্ব বড় ভেওলার আবু তাহের রহমানী, নুরুল হুদা, আশরাফুল ইসলাম খিজির, বেলাল উদ্দিন এম.ইউপি, নুরুল আবচার, ওসমানগনি শাহিীন, সাহার বিলে উপস্থিত ছিলেন, আবু মোয়াজ্জেম চৌধুরী, সাইফুল ্ইসলাম, নুরুল আবচার,, হাসান মো. রেজাউল করিম, মোরশেদুল ইসলাম, খাইরুল, নুরুল হাকিম প্রমুখ। কোনাখালীতে স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা.আবদুল মাবুদ, কামাল উদ্দিন এম.ইউপি, আবুল কালাম আজিজুল হক মধু, নুরুল হোছন, মো.ইউনুচ, সালাহউদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত: