এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: বাংলাদেশ আওয়ামীলীগ ৪র্থ বারের মত বাংলা দেশ সরকারের দায়িত্বভার গ্রহন করায় ঈদগাঁও তে গণতন্ত্রের বিজয় উৎসব উদযাপিত হয়েছে।
৩ জানুয়ারী সকাল ১০টায় ঈদগাঁও গরুবাজার পয়েন্টে কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপ জেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগ ঠনের উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের বিজয় উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে পথসভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবু তালেবের সভাপতি সভায় সংক্ষিত বক্তব্য রাখে, সিনিয়র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, যুগ্ন আহবায়ক মহিদ উল্লাহ, ইমরুল হাসান রাশেদ।
বিজয় উৎসবে উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলের দলীয় নেতাকর্মীরা অংশ নেন। তৎমধ্য ছিলেন- জালালাবাদ আ,লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী,ইসলামপুর আ,লীগ ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা,সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী, সাবেক সদর আ,লীগ নেতা ফরিদুল ইসলাম খাঁন, সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহ সভা পতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন,ঈদগাঁও ইউনিয়ন আ,লীগ সদস্য অনুপম পাল অনু, এম আবু হেনা সাগর, ঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি, সাধারন সম্পাদক রাশেল উদ্দিন রাশেদ, জালালাবাদ যুবলীগের সভাপতি হাসান তারেক,সাধারন সম্পাদক সাহেদ কামাল,পোকখালী যুবলীগের সভাপতি আমজাদ, সাধারন সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ,ইসলামপুর যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ,যুবনেতা শামসুল আলম,মেম্বার বজলুর রশিদ, ডা: পিষুস পাল, নুরুল আমিন সোনা মিয়া,ইফতেখাইরুল আলম,আবদু রহমান জাফর আলম,নুরুল হাকিম নুকি,মনজুর আলম
মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি, শ্রমিকলীগের নেতা সাইফুল ইসলাম,ছাত্রনেতা আবু হেনা বিশাদ,ইরফানুল করিম,বোরহান মাহমুদ,সোহেল মাহমুদ রুহান,যুবনেতা ইমরান তাওহীদ রানাসহ অনেকে।
আনন্দ শোভাযাত্রাটি মহাসড়কের আলমাছিয়া মাদরাসা গেট থেকে শুরু হয়ে ঈদগাঁও বাস স্টেশন, ঈদগাঁও বাজার, বঙ্কিম বাজার প্রদক্ষিণ করে আলমাছিয়া মাদ্রাসা সড়ক হয়ে প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রাটি বর্ণাঢ্য সাজে শত শত নেতাকর্মীদের পদভারে মুখরিত জয়োল্লাসে বাদ্যবাজনা আর গানের তালে তালে প্রায় ৩ কিলোমিটার সড়ক অতিক্রম করে। এসময় সড়কের উভয় পাশে উৎসুক জনতা শোভাযাত্রা টিকে অভিবাদন ও স্বাগত জানান। উপজেলার ৫ ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃ স্ফুর্ত অংশগ্রহণ শোভাযাত্রাটিকে প্রাণবন্ত করে তুলে।
পাঠকের মতামত: