ঢাকা,রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪

খুরুশকুলে ট্রলার ডুবে নিহত জেলে পরিবারে জামায়াতের নগদ অর্থ সহায়তা

বার্তা পরিবেশক ::  সম্প্রতি বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবে নিহত সদর উপজেলা খুরুশকুল ইউনিয়নের ৮ জেলে পরিবারে নগদ ২০, ০০০ টাকা করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অর্থ সহায়তা ২৬ আগস্ট প্রদান করা হয়।

সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সাংগঠনিক সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ওয়ালিউল্লাহ, সদর সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, খুরুশকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম ও মাওলানা জহির আহমদ।

এসময় বক্তারা বলেছেন, জীবন-মৃত্যু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ্ যার মৃত্যু যেভাবে লিপিবদ্ধ করে রেখেছেন তার মৃত্যু সেভাবেই হবে। তাই কঠিন বিপদ মুসিবাতে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে।

আমরা ট্রলার ডুবে নিহতদের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের কে শহীদের মর্যাদা দেওয়ার জন্য দোয়া করি।

শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বক্তারা আরো বলেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে সর্বদা তৎপর। যেখানে মানবতা বিপন্ন সেখানেই জামায়াত সাধ্যানুযায়ী সহায়তা নিয়ে হাজির হয়। আমরা সরকারের কাছে অভিভাবকহীন ৮ জেলে পরিবারকে পুর্নবাসনসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য: বিগত ১৯ আগস্ট সাগরে ঝড়ো হাওয়ায় মায়ের দোয়া নামক ট্রলার ডুবে গেলে ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ ৮ জেলের লাশ ৩ দফায় উদ্ধার হয়।

পাঠকের মতামত: