ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

খুটাখালী জাগরনী সংঘের বৃত্তির ফলাফল

33সেলিম উদ্দিন, ঈদগাঁও ::

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক সমাজসেবামূলক সংগঠন জাগরণী সংঘের উদ্যোগে ষষ্ট বারের মত জাগরণী বৃত্তি ২০১৬ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খুটাখালী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রায় ১৩ টি প্রাথমিক- ইবতেদায়ী মাদ্রাসার ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪টি ক্যাটগরিতে পরীক্ষা নেয়া হয়। একইদিন রাতে ফলাফলও ঘোষণা করা হয়েছে।

রোল নং অনুসারে ফলাফল নি¤œরূ ঃ প্রথম শ্রেণী- দিগন্ত কিডস্ কেয়ার স্কুলের তাজবিহা তারান্নুম আনিসা (১৩৩), ইশতিয়াক আহমদ আবির (১৩৭), রিনাত আকতার, (১৩৬), শাহ রুবায়েত ইহান (১৩৯), আতকিয়া ফওজিয়া রেবা (১৩১), শাওরিন সোলতান ইভা (১৩২) মিলেনিয়াম স্কলার্সের তাসনিম তানজিত অপু (১১৫) নুসরাত আলম রাহমা (১০৬) খুটাখালী উচ্চ বিদ্যালয়ের আতকিয়া আফিয়া (১২২) শাহ এনামুল হক পাবলিক স্কুলের শাওরিন তাসদিকা (১৪২), ইসলামপুর পাবলিক স্কুলের নাহিয়ান সিকদার (১২৬)। দ্বিতীয় শ্রেণী: দিগন্ত কিডস্ কেয়ার স্কুলের তাওসিপ মোমতাকিম ইসমাম (২২৯) দিল শামিম একিন (২৩২), জায়েদুল ইসলাম বাবু (২৩৩) সাইদা রেজা রাফসান (২৩০), মিলেনিয়াম স্কলার্সের আনিসা আলম (২০৪) দিগন্ত কিডস্ কেয়ার স্কুলের আশরাফুর মোস্তফা পরাগ (২৩১), মিলেনিয়াম স্কলার্সের সানজিদা জান্নাত (২০৩) খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া ইয়াছমি রনি (২২০), ইসলামপুর পাবলিক স্কুলের আবদুল্লাহ আল রিয়ান (২২৫), খুটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জহিদুল হক (২৪৩), শাহ এনামুল হক পাবলিক স্কুলের মুশফিক ইলাহি সাইমুন (২৪৭)। তৃতীয় শ্রেণী- দিগন্ত কিডস্ কেয়ার স্কুলের নাভিলা তাবাচ্ছুম (৩৬৪), আতাহার সোলতান রাখা (৩৫৫) নাফিজ আকবর (৩৫৬), শরিফ আকবর (৩৫৭), শুয়াইবুল বশর (৩৫৮), ছিদ্দিকা কবির (৩৬৫), সাদিয়া রুমান জুই (৩৬৬) খুটাখালী তমিজিয়া মাদ্রাসার সুমাইয়া সাদিয়া (৩০১) নাফিও মোস্তফা (৩০২), ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাদিয়া আকতার (৩২২) মিলেনিয়াম স্কুলের মাশরুল করিম (৩৩০), তামীম ইকবাল (৩২৭), খুটাখালী উচ্চ বিদ্যালয়ের রুমা আকতার (৩৩৯), মনিরুল ইসলাম (৩৪৫), ইসলামপুর পাবলিক স্কুলের বুশরা জেসমিন (৩৪৮), ইসলামপুর ধর্মের ছড়া নুরানী মাদ্রাসা ইসলাহুর রহমান উহি (৩৫৩), শাহ এনামুল হক পাবলিক স্কুলের এহেছানুল আবেদীন (৩৭৩) মোহাম্মদ তানভির (৩৭২)। চতুর্থ শ্রেণী- দিগন্ত স্কুলের রোমেনা আকতার (৪৪৭) শামা মোস্তারী শাম্মি (৪৪৮) মাহফুজা সেলিম ফুয়ারা (৪৪৯) মাইনুল হাসান (৪৫৩), হুরে জান্নাত কলি (৪৫০), ছোট মনি (৪৫১), ফুলছড়ি দাখিল ইসলামিয়া মাদ্রাসার হাসান সাইদ (৪০৬), তমিজিয়া মাদ্রাসার ইশরাত শাহেদ নাহিদ (৪০৭), আল ফরমুজ লেচুমা করিম মাদ্রাসার আনতারা গালিবা লুবসা (৪১২), ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়রিন শুভা আইভা (৪১৫), মিলেনিয়াম স্কুলের আবু সাদাত মোহাম্মদ আদিল (৪১৬), রাফিয়া রহমান রুম্পা (৪২৫), খুটাখালী উচ্চ বিদ্যালয়ের মুমতাহিনা বিনতে আজিজ (৪৩৫), শাহ এনামুল হক স্কুলের নিশাত নাওয়ার (৪৮০) মো: আরাফাত (৪৭৫) জাশেদুল ইসলাম (৪৬৯)।

বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফরিদুল হক, পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন, জিয়াউল আলম, শাহাব উদ্দিন, মিলেনিয়াম স্কুলের আবু সাঈদ, জলিলিয়া মাদ্রাসার আবুল কালাম, জাগরণী সংঘের ডা. ফজলুর রহমান, মাহাবুবুর রশিদ প্রমুখ। এসময় জাগরণী সংঘের সভাপতি মাওলানা বশির উদ্দিন, সহ সভাপতি মাঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: