ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

খুটাখালীর শিক্ষা প্রতিষ্টানে অর্ধবার্ষিক পরীক্ষা অনিশ্চিত

kotakhali high schoolসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,

চকরিয়া উপজেলার খুটাখালীতে দিনের পর দিন বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানির কারণে ক্রমশঃ বাড়ছে ভাঙ্গন এবং পরিসর বৃদ্ধি পাচ্ছে ভাঙ্গণ এলাকা। গত ৩দিন ধরে বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক উপ সড়কের যোগাযোগ। বিশেষ করে স্কুল কলেজ এবং মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে অবর্নণীয় দুর্ভোগ। ইউনিয়নের খুটাখালী উচ্চ বিদ্যালয়,কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন, তমিজিয়া ডিগ্রী মাদ্রাসা অতিবর্ষণ জনিত কারনে ২/৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এসব প্রতিষ্টানে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী বৃহসপতিবার থেকে শুরু হতে যাচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। বন্যা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারনে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। অনেক অভিভাবক ফোন করে এ প্রতিনিধিকে এ বিষয়ে তাদের উৎকন্ঠার কথা জানিয়েছেন। তবে তমিজিয়া ডিগ্রী মাদ্রাসায় পরীক্ষা না থাকলেও নিয়মতি ক্লাস নিয়ে হিমশিম খাচ্ছেন বলে জানালেন অধ্যক্ষ মু. ওমর হামজা। তিনি জানান, বন্যার পানির কারণে মাদ্রাসায় পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে,এছাড়া ক্লাস রুমের অবস্থা অত্যন্ত নাজুক। তিনি আরো জানান, জলমগ্ন হয়ে পড়েছে মাদ্রাসার প্রতিটি কক্ষ। ভিজে নষ্ট হয়ে গেছে আসবাব পত্রও। খুটাখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দীন জানান,তার স্কুলের বৃহসপতিবারের পরীক্ষা স্থগীত করা হয়েছে। যথারিতী শনিবার থেকে পরীক্ষা নেয়া হবে। কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানান, শিক্ষক ছাত্র ছাত্রী ও স্কুলের পরিস্থিতি সমন্বয় করে পরীক্ষা নেয়া হবে কি হবেনা তা বৃহসপতিবার সকালে ঠিক করা হবে। কিশলয় আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙীর আলম জানান,ছাত্রীদের উপস্থিতি সমন্বয় করে পরীক্ষা নেয়া হবে।

পাঠকের মতামত: