ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

খুটাখালীতে ভয়ঙ্কর বৈদ্যুতিক খুঁটি

খুটাখালী (চকরিয়া) প্রতিনিধি :: বিদ্যূতের খুটি নয়, দেখতে যেন একটি মরণ ফাঁদ। কড়া সাবধানতা ও সর্তর্কতার সাথে চলাচল করতে হচ্ছে লোকজনকে। এমন অবস্থা দীর্ঘ দিনের হলেও নজরে নিচ্ছেনা বিদ্যূৎ বিভাগ। চকরিয়া উপজেলা খুটাখাল ইউনিয়নে পরিলক্ষিত হয়েছে এ ভয়ঙ্কর একটি বিদ্যূতের খুটির দৃশ্য। ইতোমধ্যে ছোট-বড় দূর্ঘটনাও হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ পশ্চিম নয়াপাড়া জামে মসজিদ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন এলাকার হাজারও মানুষ। প্রায় মাসপূর্বে এখানে হেলে পড়েছে একটি বিদ্যূতের খুটি। ফলে সড়কে চলাচলকারীদের আতংক যেনো কিছুতেই কাটছেনা। এছাড়া খুঁটিটিকে ঘিরে একাধিক সংযোগ লাইন থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কায় দেখছেন লোকজন। হেলেপড়া বিদ্যুৎ খুঁটিতে তারের জঞ্জাল থাকার কারণে যেকোন সময় ঘটতে পারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদু শুক্কুরের পুত্র মোহাম্মদ হুছাইন বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে মৌখিক ভাবে একাধিকবার জানানো হলেও কোন সমাধান দিচ্ছেনা। ঝুঁকিপূর্ণ খুঁটির কারণে আমার পরিবার পরিজন নিয়ে খুব বিপদের মধ্যে আছি। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার একাধিক লোকজন বলেন- খুঁটির মধ্যে এলোমেলো তারের জঞ্জাল থাকলেও কোন নজরদারি নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। যদি কোনভাবে কারো হাত সেখানে লেগে যায় তাহলে মৃত্যু অবধারিত।

ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন চকরিয়া নিউজকে বলেন, এলাকায় পল্লী বিদ্যুৎ এর হেলেপড়া খুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। যার কারনে এলাকায় দেখা দিয়েছে আতংক।

সরেজমিনে দেখা গেছে, ওই এলাকার মোহাম্মদ হুছাইনের বাড়ির সামনে খুঁটিটি হেলেপড়ে তারের কারণে আটকে আছে। খুঁটিটা একেবারে ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে, যেকোন সময় উপড়ে পড়তে পারে। স্থানীয়রা দ্রুত এ খুঁটি না সরালে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।

এ ব্যাপারে চকরিয়া ডুলাহাজারা পল্লীবিদ্যুত অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সাহেদুল ইসলাম বলেন, আমি সবে মাত্র এসেছি, বিষয়টি আমার জানা ছিলনা আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

পাঠকের মতামত: