ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

খুটাখালীতে ভোর রাতে ডিবি পরিচয়ে লক্ষাধিক টাকার ৩ টি গরু চুরি

সেলিম উদ্দীন, ঈদগাঁহ :: চকরিয়া উপজেলার খুটাখালীতে ভোর রাতে ডিবি পরিচয়ে ৩ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার সময় এ ঘটনাটি ঘটে বর্ণিত ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়া এলাকায়।

গরুর মালিক স্থানীয় মৃত মোস্তাফিজুর রহমান কালুর পুত্র শাহাব উদ্দীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, এসময় ১০/১২ জনের সশস্ত্র গরু চোর সিন্ডিকেট ১টি মিনি পিকআপ ও ১ টি কাল রংয়ের মাইক্রোবাস করে পুর্ব নয়াপাড়ায় আসে।

ভোর রাতে শাহাব উদ্দীনের গোয়াল ঘরে হানা দিয়ে আনুমানিক ২ লক্ষ টাকা দামের বিভিন্ন সাইজের ৩টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সাদ্দাম নামের এক যুবককে হাত, পা বেঁধে মারধর করে।

এক পর্যায়ে গরু নিয়ে পালানোর সময় পার্শ্ববর্তী খামারিদের চোখে পড়ে।
এসময় একই এলাকার খামারি আবছার ও আকরাম পিছন থেকে ডাক দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে গরু চোর সিন্ডিকেট অস্ত্র দেখিয়ে নিজেদের ডিবির লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় এবং দ্রুত এলাকা ত্যাগ করে।

ভুক্তভোগী গৃহস্থ শাহাব উদ্দীন জানায়, প্রতিরাতের ন্যায় তারা ঘুমিয়ে পড়ে। এমন সুযোগে চোরের দল হানা দিয়ে গরু গুলো নিয়ে পালিয়ে যায়। এদিন আজানের সময় এলাকার লোকজনের ডাকে ঘুম থেকে উঠে দেখতে পান গরু বিহীন গোয়াল ঘর।

স্থানীয় ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি।

এ বিষয়ে চেয়ারম্যানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পরিষদের বৈঠকে উত্তাপন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মুহাম্মদ জুবায়ের বলেন, বিষয়টি কেহ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গরু চুরির ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়া এলাকাবাসীর মধ্যে উদ্বেগ, উৎকন্ঠা বেড়ে গেছে।

পাঠকের মতামত: