ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খুটাখালীতে নার্সারীতে বন্য হাতির তান্ডব: ১০ হাজার চারা নষ্ট

12144705_889534974455838_5989135785643671443_nসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বন বিটের কেন্দ্রীয় নার্সারীতে বন্য হাতির দল ব্যাপক তান্ডব চালিয়েছে। এসময় হাতির দল বীজ তলা ঘেরা বেড়া ভেঙ্গে উপড়ে ফেলেছে বিভিন্ন প্রজাতীর প্রায় ৮৫৭৩ টি চারা গাছ। ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। শুক্রবার (৪ মার্চ) ভোর সাড়ে ৬ টার সময় বন বিটের ফকিরাখলা নার্সারীতে ঘটে এ ঘটনা। খবর পেয়ে সকালে খুটাখালী বন বিট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

বিট কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক জানিয়েছেন শুক্রবার ভোরে ১০-১২ টি বন্য হাতির দল ফকিরাখলা নার্সারীতে তান্ডব চালায়। তার মতে সিআরপিএআর প্রকল্প চলতি সনের ১০ হেক্টর বাপার জোনের চারা, ২৫ হেক্টর গর্জন বাগান বনায়নের উত্তোলিত চারা ও রাজস্ব অর্থায়নে ২৫ হেক্টর স্বল্প মেয়াদী বাগানের উত্তোলিত চারাসহ এ নার্সারীতে রয়েছে প্রায় ১ লক্ষ ৫১ হাজার ২৫০ টি চারা গাছ। তৎমধ্যে ৩৭ হাজার ৫ শত সিআরপিএআর প্রকল্পের, ৬৮ হাজার ৭৫০ গর্জন ও ৩৭ হাজার ৫ শত স্বল্প মেয়াদি বাগানের চারা এবং ৭ হাজার ৫ শত শূন্যস্থান পুরনের জন্য গর্জন চারা রয়েছে। এসব চারার মধ্যে হাতির দল ৬০৩ টি জলপায় চারা, ৯৪৫ টি গর্জন, ১০৯৫ টি আকাশমনি, ৪৬৯ টি উড়িআম, ২১০ টি অর্জুন, ৯৫ টি জারুল, ১৪৫ টি ঝাকি জাম, ৩৩৯ টি শিমুল, ১০৫ টি শাল, ২৪৯৮ টি কড়ই, ৪৫২ টি চিকরাশি, ৯৭২ টি বহরা ও ৬৪৫ টি হরিতকির চারা নষ্টসহ বীজতলা ও ঘেরা বেড়া উপড়ে ফেলেছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মুকাম্মেল কবির জানান, বিষয়টি দায়িত্বশীল বিট কর্মকর্তা অবহিত করেছেন। বণ্য হাতির দলের তান্ডবে সরকারের বিপুল পরিমান আর্থিক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকৃত পক্ষে হাতির নিরাপদ আবাস স্থান না থাকায় দফায় দফায় হাতির দল নার্সারীতে আক্রমন চালাচ্ছে।

পাঠকের মতামত: