সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজার-রামুতে ক্রীড়া ক্ষেত্রে বিগত ৫ বছরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। রামুতে বিকেএসপি নির্মাণকাজ এগিয়ে চলছে। এর কাজ সম্পন্ন হলে রামু উপজেলা ক্রীড়া ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে। দেশের ক্রীড়াকে সমৃদ্ধ করতে সরকার অবদান রেখে যাচ্ছে। ক্রীড়া চর্চার মাধ্যমেই যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব।
রামু উপজেলার কাউয়ারখোপে মোস্তাক চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন।
অনুষ্ঠানে সাংসদ কমল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামীলীগ সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। এজন্য নৌকা প্রতীককে জয়ী করার জন্য এখন থেকে সবাইকে মাঠে-ময়দানে কাজ করতে হবে। অনুষ্ঠানে সাংসদ কমল অবিলম্বে বাঁকখালী নদীর মনিরঝিল-কাউয়ারখোপ সংযোগ সেতু নির্মাণের ঘোষনা দেন।
শুক্রবার (৫ অক্টোবর) বিকালে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়া ৪ নং ওয়ার্ড খেলোয়াড় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। দলটি টাইবেকারে লট উখিয়ারঘোনা ৭ নং ওয়ার্ড খেলোয়াড় একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে। এরআগে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূণ্যভাবে শেষ হয়।
টূর্ণামেন্ট আয়োজক কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, কক্সবাজার-রামুকে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন গণমানুষের নেতা সাইমুম সরওয়ার কমল। তাঁর আন্তরিক প্রচেষ্টায় রামু উপজেলা ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব খাতে ৫ বছরে রেকর্ড পরিমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। আগামী নির্বাচনে আবারো সাংসদ কমলকে নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনছুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী হোছেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া মাস্টার, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া।
সভাপতির বক্তব্যে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ বলেন, কাউয়ারখোপ ইউনিয়ন ছিলো একটি অবহেলিত জনপদ। সাংসদ কমল নির্বাচিত হওয়ার পর থেকে উন্নয়নের মাধ্যমে এ ইউনিয়নের আলোকিত করেছেন। তাই আগামী নির্বাচনে কাউয়ারখোপের সর্বস্তুরের জনতা নৌকা প্রতীকে ভোট দিয়ে সাইমুম সরওয়ার কমলকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করবে।
কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন ভরসা ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছানা উল্লাহ বাবুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, বিশিষ্ট সমাজসেবক শহীদুল্লাহ সিকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনজুর আলম সোহেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা হারুন অর রশিদ সহ কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে বিকাল ৪টায় সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: