ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

ক্রীড়াই বাংলাদেশকে আর্ন্তজাতিক পর্যায়ে সবচেয়ে বেশী পরিচিতি এনে দিয়েছে -রামুতে প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার

সোয়েব সাঈদ, রামু ::

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার বলেছেন, ক্রীড়া বাংলাদেশকে আর্ন্তজাতিক পর্যায়ে সবচেয়ে বেশী পরিচিতি এনে দিয়েছে। একটি উন্নত, সুস্থ জাতি গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। রামুতে নির্মিতব্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হলে এখানকার সম্ভাবনাময় খেলোয়াড়রা ক্রীড়া ক্ষেত্রে দেশে-বিদেশে সম্মান বয়ে আনবে। মন্ত্রী বলেন, রামুতে স্বয়ং সম্পূর্ণ বিকেএসপি হবে। শীঘ্রই এর কাজ সম্পন্ন করা হচ্ছে।

রামুতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের গ্রাউন্ড ব্রেকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, কক্সবাজারকে ঘিরে সরকার অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। এখানে পর্যটন শিল্প বিকালে ট্যুরিষ্ট জোন, আর্ন্তজাতিক বিমানবন্দর করা হচ্ছে। আর এসব উন্নয়ন কর্মকান্ডে নেতৃত্ব দিচ্ছেন এখানকার সুযোগ্য এমপি সাইমুম সরওয়ার কমল। আগামী নির্বাচনে কমলকে বিপুলভোটে জয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলো তারা মানুষের কল্যাণে কিছুই করেনি। এখন রামু-কক্সবাজারের মানুষ উন্নয়নের চিত্র দেখছে। তিনি বিকেএসপি রামুতে নির্মাণ করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী বিরেন শিকদার এর প্রতি কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার (৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নিজস্ব জমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দীন আহমেদ প্রিন্স। এতে অধিগ্রহণকৃত জমির মালিক ও কৃষকের পক্ষে মীর মোহাম্মদ আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাং শাজাহান আলি ও শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান ফরিদ বখত বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন আহমেদ শাহান, সহ-সভাপতি আবছার কামাল সিকদার, সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসাইন সিকদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল সাজ্জাদ, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান ভূট্টো ও নবীউল হক আরকান, জেলা সে¦চ্ছা সেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জোয়ারিয়ানালা যুবলীগের সভাপতি এম এম জাবেরুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগ নেতা এসএম সাদ্দাম হোসেন, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, উপজেলা সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু সহ বিকেএসপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি মৌজায় প্রায় ২৯ একর জমি অধিগ্রহণ করে বিকেএসপি’র দ্বিতীয় বৃহত্তম ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে।

পাঠকের মতামত: