চকরিয়ায় একটি বাগানে রোপিত ইউক্যালিপটাস প্রজাতির প্রায় সাত হাজার চারাগাছ রহস্যজনকভাবে কাটা পড়েছে। গতকাল শনিবার ভোররাতের কোন একসময় এসব গাছ কাটা হয় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকার ব্যক্তি মালিকানাধীন একটি বাগান থেকে। উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মৃত আলহাজ রফিক মিয়া চৌধুরীর পুত্র আনিছুর রহমান চৌধুরী অভিযোগ করেন, পৌরসভার তরছপাড়ায় আমাদের পৈতৃক বেশ কয়েক কানি জমি রয়েছে। এসব জমিতে বিভিন্ন ফসলের আবাদের পাশাপাশি ১২০ শতাংশ জমিতে প্রায় ১০ হাজার ইউক্যালিপটাস গাছের চারা রোপন করা হয় সম্প্রতি। কিন্তু এই জায়গা দখলে নেওয়ার জন্য স্থানীয় একটি চক্র শনিবার ভোররাতের কোন একসময় এসব চারাগাছের মধ্যে প্রায় সাত হাজার গাছ কেটে সাবাড় করে। তিনি অভিযোগ করেন, এসব জমি ও চারাগাছ আমাদের হলেও স্থানীয় দুর্বৃত্তচক্র জায়গাটি জবর-দখলে নেওয়ার জন্য রাতারাতি এসব গাছ কেটে ফেলে। এমনকি উল্টো আমাদের বিরুদ্ধে থানায় এসব গাছ কাটার অভিযোগ করার পায়তারাও করছে তারা।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, একসঙ্গে এত চারাগাছ কেটে ফেলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত: