বিশেষ প্রতিবেদক:
এবারের কুরবানির ঈদের জন্য মিয়ানমার থেকে ১৫ থেকে ২০ হাজার গরু আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তাছাড়া দেশীয় গরু-ছাগল তো রয়েছেই। তাতে কুরবানির পশুর কোন সংকট পড়বেনা।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, পশুর করিডোর রাজস্বে ভূমিকা রাখলেও অবকাঠামো, ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের নানা সমস্যা পোহাতে হয়। ব্যাংক ও শুল্ক বিভাগের শাখা না থাকা এবং শাহপরীর দ্বীপে যাতায়াতে সমস্যায় রয়েছে তারা।
এদিকে, দুইদিন ধরে বন্ধ রয়েছে মিয়ানমারের গবাদি পশু আমদানি। বৈরী আবহাওয়ার কারণে কোনও পশু বোঝাই ট্রলার করিডোরে আসেনি বলে জানিয়েছেন টেকনাফ শুল্ক বিভাগের কর্মকর্তা মো. ময়েজ উদ্দীন।
শুল্ক বিভাগের তথ্য মতে, বৈরী আবহাওয়ার কারণে শনিবার থেকে গবাদি পশু আসা বন্ধ রয়েছে। এর আগে চলতি আগস্ট মাসের দুই দিনে ২ হাজার ৬২৮টি পশু এ করিডোরে আনা হয়েছে। আমদানি করা পশু থেকে ১৩ লাখ ১৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া জুলাই মাসে ১০ হাজার ৯৫টি পশু আসে। গত ২০১৮-১৯ অর্থবছরে এ করিডোর দিয়ে ৭৫ হাজার ৫২১টি গবাদি পশু আমদানি হয়েছে।
পাঠকের মতামত: