কুমিল্লা প্রতিনিধি ::
কুমিল্লায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে গুলি চালিয়েছে। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা শহরের কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশ করতে গেলে পুলিশ তাঁদের সমাবেশে বাধা দেয়। পরে নেতাকর্মীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে তা প- হয়ে যায়। এ সময় রাবার বুলেট ছুড়তে ছুড়তে নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ।
তখন নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। গুলি করার ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া গণমাধ্যমকে বলেন, পিক আওয়ারে তারা জনসমাগম এলাকায় ঢোকার চেষ্টা করেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তাদের থামানোর চেষ্টা করা হয়েছে।
পাঠকের মতামত: