ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় পেশাগত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীদের উপর ইউপি মেম্বারের নেতৃত্বে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কর্মরত সংবাদকর্মীরা রবিবার ( ২৩ অক্টোবর) দুপুরে উপজেলা গেইটে মানববন্ধনের আরেয়াজন করে। মানববন্ধনে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল,নির্বাহি সম্পাদক শেখ মো: মহসীন,সিনিয়র সাংবাদিক  এম.এ মান্নান বক্তব্য রাখেন। এসময় দৈনিক সকালের কক্সবাজার ব্যবস্থাপনা সম্পাদক রাশেদুল মজিদ, সংবাদকর্মী প্রভাষক নজরুল ইসলাম, ইফতেখার শাহজীদ রোকন, মিজানুর রহমান,

মোহাম্মদ রাসেল, আবুল কাশেম, আনিছুর রহমান হিরু, হাসান মাহমুদ সুজন, নাছির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা গত বৃহস্পতিবার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় বিরোধপূর্ণ লবন মাঠে দুই পক্ষের মারমুখী আশংকায় ছবি তুলতে গেলে দৈনিক আমার সংবাদের কুতুবদিয়া প্রতিনিধি জাহেদুল ইসলাম কাইছার ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শাহেদুল ইসলাম মনিরের উপর স্থানীয় ইউপি মেম্বার মোশাররফ হোছাইনের নেতৃত্বে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ ও দ্রুত দোষীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

পাঠকের মতামত: