ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী, ৮টি বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক ::  কুতুবদিয়ায় করোনা রোগী ও তার যাতায়াত সংশ্লিষ্ট ৮টি বাড়ি, ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ১টি ফার্মেসী লকডাউন (Lockdown) করে দেওয়া হয়েছে। হজরত কুতুব আওলিয়া (রহ.) ও হজরত মালেক শাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার দীর্ঘ ৬৬ দিন পর ১৫মে শুক্রবারই প্রথম একজন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়। লকডাউন করে দেওয়া উক্ত ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী ও ৮টি বাড়িতে সনাক্ত হওয়া রোগীর যাতায়াত ছিলো। ১৫মে শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ গিয়ে এ লকডাউন কাজ সম্পন্ন করেছেন বলে জানান, কুতুবদিয়ার ইউএনও জিয়াউল হক মীর।

ইউএনও আরো জানান, করোনা সনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে যাওয়া সকলের শরীরের স্যাম্পল সংগ্রহ করে ১৬মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে ১০ জনের শরীরের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে জানান, ইউএনও জিয়াউল হক মীর।

প্রসঙ্গত, শুক্রবার ১৫ মে কুতুবদিয়া উপজেলায় ৩৫বছর বয়সী একজন মহিলা করোনা রোগী সনাক্ত করা হয়। তার বাড়ি উত্তর ধুরং এর মগলাল পাড়ায়।

পাঠকের মতামত: