ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় এক যুবতীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আরজু বেগম (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। রবিবার দুপুর ১ টায় চিকিৎসাধীন অবস্থায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। যুবতী আরজু বেগম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কিল্লার পাড়া এলাকার মো. নুরুল আলমের মেয়ে। স্থানীয়রা বলেন, পাশ্ববর্তী এক ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়ের ঠিক হওয়ায় রাগ ও ক্ষোভে এ ঘটনা ঘটেছে।

যুবতীর পিতা নুরুল আলম বলেন, অভাবের সংসারে দুই মেয়ের মধ্যে বড় আরজু বেগম। দুপুরের দিকে তার মায়ের চিৎকার শুনে এগিয়ে এসে দেখি চালের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে আছে আরজু বেগম। সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পাঠকের মতামত: