ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::  কুতুবদিয়ায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের নবনির্বাচিত সংরক্ষিত আসন ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরী। এসময় শপথ গ্রহণ করেন উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ ১৫ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ও ৪৫ জন সাধারণ সদস্য সহ মোট ৬০ জন। এদের মধ্যে উপজেলার আলী আকবর ডেইল, কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং, উত্তর ধূরুং ও লেমশীখালীসহ ৫টির প্রতি ইউনিয়নে ৩ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারণ সদস্য ৯ জন করে মোট ১২জন শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উত্তর ধূরুং ইউনিয়নের আবদুল হালিম, দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলা উদ্দিন আল আজাদ, লেমশীখালী ইউনিয়নের আক্তার হোছাইন, কৈয়ারবিল ইউনিয়নের আজমগীর মাতবর ও আলী আকবর ডেইল ইউনিয়নের জাহাঙ্গীর সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেনীর নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উল্লেখ, ২০ সেপ্টেম্বর (সোমবার) উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়। বড়ঘোপ ইউনিয়ন ছাড়া বাকী ৫টি ইউনিয়ন পরিষদের ফলাফল ঘোষণা হয়।

পাঠকের মতামত: