কুতুবদিয়া প্রতিনিধি :: সারাদেশের ন্যায় কুতুবদিয়াও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যে কুতুবদিয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বড়ঘোপ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।
কেয়ার বাংলাদেশ এনজিওর কর্মী আলা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভুমি) কমিশনার খোন্দকার মাহামুদুর হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি, সদ্য বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন এনজিওর কর্মী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নারী দিবসে দুই আলোচিত নারী মিনুয়ারা বেগম ও রেজিয়া আক্তারকে সংবর্ধিত করা হয়।
পাঠকের মতামত: