ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ার লবণ শ্রমিক সাইফুল ৩দিন ধরে নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া, কক্সবাজার ::
গত ৩দিন ধরে নিখোঁজ রয়েছে মোঃ ছাইফুল ইসলাম  (২০) নামে এক লবণ শ্রমিক। কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলি আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড়, আব্দুল হাদি সিকদার পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র তিনি ।

পরিবারিক সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় টেকনাফ পৌরসভাসদরের বাজারে যাওয়ার কথা বলে শাহপরীর দ্বীপের লবণ মাঠের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্যা পাড়ার শফি আলম (প্রকাশ শফি) এর মাধ্যমে টেকনাফ থানাধীন  শাহপরীর দ্বীপে লবণ মাঠে কাজ করতে যায়। সাইফুল ইসলাম এর গায়ের রং ফর্সা, উচ্চা ৫ ফুট ৫ ইঞ্চি।  অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে (০১৮৩১-৮৯৪১৭৫ মোঃ শক্কুর আলম) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন পরিারের সদস্যরা।

পাঠকের মতামত: