ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ার জলদস্যু সম্রাট রমিজ অস্ত্রসহ আটক

কুতুবদিয়া প্রতিনিধি :

উপকূলের ত্রাস হিসেবে পরিচিত ১৪ মামলার আসামী জলদস্যু সম্রাট রমিজ আহমদ প্রকাশ রমিজকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে তাকে উত্তর ধূরুং এলাকায় ঝাউ বাগান থেকে আটক করা হয় বলে থানা সূত্র জানায়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উপকূলের ত্রাসখ্যাত জলদস্যু সম্রাট রমিজ আহমদ (৫২) সম্প্রতি জেল থেকে বের হয়ে এলাকায় এসে আবার ডাকাতি, বোট লুট ইত্যাদির প্রস্তুতি নিচ্ছেÑএমন সংবাদ পেয়ে শুক্রবার গভীর রাতে থানার এসআই আতিক উল্লাহ ও এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বিশেষ টীম উত্তর ধূরুং ঝাউবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েঁ ডাকাত দল পালাতে থাকে। ভোর পৌনে ৪টায় দৌড়িয়ে জলদস্যু সম্রাট উত্তর ধূরুং মিয়ারা কাটা গ্রামের নজির আহমদের পুত্র রমিজ আহমদকে (৫২) আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বাশখাঁলীর ৩৬ জেলে হত্যা সহ উপকূলের ত্রাস জলদস্যু সম্রাট রমিজ এর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ধর্ষন, ডাকাতি, ছিনতাই বোট লুট, মুক্তিপণ সহ উপকূলীয় কয়েকটি থানায় ১৪ টি মামলা রয়েছে। এ ছাড়া শুক্রবার আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়েছে হয়েছে। ওই দিনই আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: