ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ার অপহিত আসমা ভারতের গুজরাটে উদ্ধার

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::

পাচার কারিদের চক্রে পড়ে ককসবাজারের কুতুবদিয়ার আসমা বেগম ভারতের গুজরাট প্রদেশে উদ্ধার হয়েছে। আসমা এখন গুজরাটের পুলিশের সেফ হোমে রয়েছে বলে থানা সুত্র জানিয়েছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিারুল ফেরদাউস বলেন, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের আশা

হাজীর পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে আসমা (১৮) চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করতো। বিয়ে হয়ে ভাড়া বাসায় তারা থাকতো। পরে সে পাচার কারিদের খপ্পরে পড়ে ভারতের গুজরাটে পৌছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জেনে তাকে উদ্ধার করে থানায় রাখে। এসময় কলকাতার একজন বাঙ্গালী আসমার সাথে কথা বলে তিনি কুতুবদিয়া থানায় ওসির সাথে যোগযোগ করেন। তিনি আরো বলে, আসমা নিখোজ এটি তার পিতা-মাতা কেউ জানেন না। চট্টগ্রাম থাকে মাস খানেক আগে মেয়েটি বাড়িতে টাকাও পাঠিয়েছে বলে তার পিতা জানান বিষয়টি গুজরাটের পুলিশের সাথে কথা বলে আসমাকে সেফহোমে নেয়ার ব্যবস্থা করেন ।  তবে যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় সেজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।

স্হানীয় চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী আসমা বেগম নিখোজের ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: