ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কাশ্মীরিদের পাশেই থাকবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ::  সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই প্রেক্ষিতে মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ একটি সংগঠন। এদিকে, মঙ্গলবার মাহাথির মোহাম্মদ জানান, ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করে দিলেও কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না তিনি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।মাহাথির মোহাম্মদ বলেছেন, তেল আমদানি বন্ধ রাখলেও কাশ্মিরের পাশেই থাকবে মালয়েশিয়া।

ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়া দিল্লির সমালোচনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাহাথির বলেছিলেন, জাতিসংঘ সনদকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীরকে অধিগ্রহণ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে বলে আমরা মনে করি ।

মাহাথির মোহাম্মদ জানান, তিনি মানুষের পক্ষে কথা বলা থামাবেন না।

তিনি বলেন, কোনও কোনও সময় আমরা যা বলি তা কেউ কেউ পছন্দ করে, আর অন্যরা পছন্দ করে না।

পাঠকের মতামত: