ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কালারমারছড়ায় মেম্বার নির্বাচিত হলেন যারা

upeঅনলাইন ডেস্ক ::

১,২,ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ড়ে ২২১৮ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে খতিজা খানম সূর্যমৌখী ফুল প্রতিক ,তার নিকট তম প্রদিদ্বন্ধি ময়েশা খাতুন হেলিকপ্টার প্রতিক পেয়েছে ১৬৫১ ভোট। ৪,৫ও ৬নং সংরক্ষিত ওয়ার্ড়ে ২৫৯৯ ভোট পেয়ে নয়ন মনি তালগাছ জয়যুক্ত হয়েছে, তার নিকট তম প্রতিদ্বন্ধি বেগম মাহামুদা জামান মাইক প্রতিক ১৩৫৪ ভোট, ৭,৮ ও ৯ সংরক্ষিত ওয়ার্ড়ে ৩১৯৪ ভোট পেয়ে জুলেখা বেগম সূর্যমৌকি ফুল জয়যুক্ত হয়েছে ,তার নিকট তম প্রতিদ্বন্ধি জায়তুন নাহার বই প্রতিক ৩০৪৯ ভোট পেয়েছে।
সাধারণ সদস্য ওয়ার্ডে ১নং ওয়ার্ডে ৫৫৫ ভোট পেয়ে লেয়াকত আলী তালা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে,তার নিকট তম প্রতিদ্বন্ধি পারভেজ বল প্রতিক ৩৫৩ পেয়েছে ভোট, ২নং ওয়ার্ডে ৭১৭ পেয়ে বাবু মোরগ প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে; তার নিকট তম প্রতিদ্বন্ধি আপছার ৩৪৪ ভোট পেয়েছে ,৩নং ওয়ার্ডে ৫৯১ ভোট পেয়ে আবু কাশেম তালা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে; তার নিকট তম প্রতিদ্বন্ধি বেলাল টিউবল প্রতিক নিয়ে ৪৪৫ ভোট পেয়েছে ,৪নং ওয়ার্ডে ৫৮৯ ভোট পেয়ে মোস্তাক আহমদ ভেনগাড়ি প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে. তার নিকট তম প্রতিদ্বন্ধি মোস্তাক ৫৮২ ভোট পেয়েছে তালা প্রতিক নিয়ে.,৫নং ওয়ার্ডে ৯৯১ ভোট পেয়ে ইয়াছিন ভেনগাড়ি প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে; তার নিকট তম প্রতিদ্বন্ধি ইছাক টিউবল প্রতিক নিয়ে ৭৬২ ভোট পেয়েছে, ৬নং ওয়ার্ডে মো: শরীফুল ইসলাম বৈদ্যুতিক পাকা প্রতিক নিয়ে ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে; তার নিকট তম প্রতিদ্বন্ধি মো:আলী আপেল প্রতিক পেয়েছে ৬৩০ ভোট,৭নং ওয়ার্ডে ৮৮০ ভোট পেয়ে মোজাম্মেল হক ঘুড়ি প্রতিক নিয়ে ছ নির্বাচিত হয়েছে; তার নিকট তম প্রতিদ্বন্ধি আব্বাস ক্রিকেট বেট প্রতিক ৭২৩ ভোট পেয়েছে ,৮নং ওয়ার্ডে ৫১৮ ভোট নিয়ে শরিফুল আলম বল প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে; তার নিকট তম প্রতিদ্বন্ধি জালাল ঘুড়ি প্রতিক ৪৪৩ ভোট পেয়েছে , ৯নং ওয়ার্ডে ৯৪৪ ভোট পেয়ে আমির হোছাইন টস প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছে; তার নিকট তম প্রতিদ্বন্ধি নুরুল ইসলাম টিউবল ৭৭২ ভোট পেয়েছে ।

পাঠকের মতামত: