ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মহেশখালীর কালারমারছড়ায় গণজমায়েত করে চীনাদের ত্রাণ বিতরণ

মহেশখালী সংবাদদাতা ::
মহেশখালীর কালারমারছড়ায় নির্মাণাধীন সিপিপি প্রকল্পে কর্মরত চীনের নাগরিকরা জনসমাগম করে ত্রাণ বিতরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ গেলে ত্রাণ দেয়ার মাঝপথে ত্রাণ বিতরণ বন্ধ রেখে ঘটনা স্থল থেকে সটকে গেছে চায়না নাগরিকরা । আজ ৮ এপ্রিল এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জনসমাগম করে ত্রাণ বিতরণের খবর পেয়ে কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর একদল পুলিশ ঘটনা স্থলে যান। পুলিশ যাওয়ার খবর জানতে পেরে ত্রাণ বিতরণ বন্ধ রেখে লোকজনকে তাড়িয়ে দেওয়া হয় বলে জানা যায় ।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর এ এস আই জাহাঙ্গীর বলেন, সোনার পাড়ায় জনসমাগম করে ত্রাণ বিতরণের খবর পেয়ে আমরা সোনার পাড়ায় গিয়ে ছিলাম। এ সময় আমরা কোন ধরনের লোকজনের উপস্থিতি দেখিনি।

এদিকে স্থানীরা জানান, চীনের নাগরিকরা স্থানীয় নারী-পুরুষকে লাইনে দাঁড় করিয়ে ত্রাণ দিচ্ছিলেন।  এ খবরটি পুলিশ প্রশাসনের কাছে গেলে পরে পুলিশ আসার খবর জানতে পেরে তারা ত্রাণ বিতরণ না করে দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় লোকজনও যার যার মত চলে গেছেন।

পাঠকের মতামত: