ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

কানিজ ফাতেমাসহ আওয়ামী লীগের ৪১ মহিলা সংসদ সদস্য মনোনীত

চকরিয়া রিপোর্ট ::
বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪১ নারী নেত্রী। তত্মধ্যে কক্সবাজার থেকে মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী  ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য কানিজ ফাতেমা আহমেদ। গতকাল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় কানিজ ফাতেমা মোস্তাকসহ ৪১ জন নারী সংসদ সদস্যের মনোনয়ন চূড়ান্ত করা হয়। গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা শেষে দলীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ৪১জন সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়নের ঘোষণা দেন। এরা হলেন: কানিজ ফাতেমা মোস্তাক (কক্সবাজার), আনজুমান আরা সুলতানা (কুমিল্লা), সুলতানা নাদিরা (বরগুনা), মিসেস হোসনে আরা (জামালপুর), রুমানা আলী (গাজীপুর), উম্মে ফাতেমা নাজমা বেগম (ব্রাহ্মণবাড়িয়া), হাবিবা রহমান শেফালী (নেত্রকোনা), শেখ এ্যনি রহমান (পিরোজপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), মোসাম্মৎ শামীম আরা আকতার খানম (সুনামগঞ্জ), শামসুন্নাহার ভুঁইয়া (গাজীপুর), ফজিলাতুন্নেসা (মুন্সিগঞ্জ), রাবেয়া আলী (নীলফামারী), তামান্না নুসরাত বুবলি (নরসিংদী), নারগিস রহমান (গোপালগঞ্জ), মনিরা সুলতানা (ময়মনসিংহ), নাহিদ ইজাহার খান (ঢাকা), মোসাম্মৎ খালেদা খানম (ঝিনাইদহ), সৈয়দা রুবিনা মিলা (বরিশাল), ওয়াসিকা আয়েশা খান (চট্টগ্রাম), কাজী কানিজ সুলতানা (পটুয়াখালী), এডভোকেট গ্লেরিয়া ঝর্ণা সরকার (খুলনা), সুবর্ণা মোস্তফা (ঢাকা), জাকিয়া তাবাস্সুম (দিনাজপুর), ফরিদা খানম সাকী (নোয়াখালী), বাসন্তী চাক্মা (খাগড়াছড়ি), রুশেনা বেগম (ফরিদপুর), সৈয়দা রশিদা বেগম (কুষ্টিয়া), সৈয়দা জোহরা আলাউদ্দীন (মৌলভীবাজার), আমিনা আনজুম মিতা (রাজশাহী), আরমা দত্ত (কুমিল্লা), শিরীন নাহার (খুলনা), ফেরদৌসী ইসলাম জেসী (চাঁদপুর), পারভীন হক সিকদার (শরিয়তপুর), খাদেজা নুসরাত (রাজবাড়ি), শবনম জাহান শীলা (ঢাকা), খাদিজাতুল আনোয়ার সানি (চট্টগ্রাম), মোসাম্মৎ তাহমিনা বেগম (মানিকগঞ্জ), শিরীন আহমদ (ঢাকা), জিন্নাতুল বাকেয়া (ঢাকা)।

পাঠকের মতামত: