ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়াাণস
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে চকরিয়া পৌরসভার কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৭ মার্চ সকালে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভক্ষণে বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবক সুধীজন। আলোচনা সভার আগে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ##

পাঠকের মতামত: