ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন বই

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: সরকারি নির্দেশনার আলোকে বছরের প্রথমদিন পহেলা জানুয়ারী চকরিয়া পৌরসভার ১নং কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এরপর কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশেদা বেগম, চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুশ শফি, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাংগীর আলম দুদু মেম্বার, উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি সৈয়দ আহমদ, সমাজসেবক ছরওয়ার আলম, রফিকউদ্দিন, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক সুধীজন।

 

পাঠকের মতামত: