ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

কাউয়ারখোপে মাটির ঘরের দেওয়াল ধ্বসে নিহত ১, আহত ২

প্রতীকী ছবি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা গ্রামে নির্মাণাধীন কাঁচা মাটির ঘরের (গুদামঘর) দেওয়াল ধ্বসে ঘটনাস্থলে এক মহিলা নিহত ও ২ জন মহিলা আহত হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর সকাল ৭ টার দিকে এঘটনা ঘটে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, উক্ত এলাকার আবদুস সালাম একটি কাঁচা মাটির ঘর (গুদামঘর) নির্মাণ করছিলেন। শনিবার সকালে ঘরটির কাজ চলাবস্থায় হঠাৎ একটি দেওয়াল ধ্বসে পড়লে আবদুস সালামের পুত্র মোহাম্মদ রাসেলের স্ত্রী তৈয়বা আক্তার (২০) দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। আবদুস সালামের স্ত্রী আরেফা বেগম ও তাদের আত্মীয় রেহেনা বেগম আহত হয়। আহত ২ জনকে রামু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চেয়ারম্যান মোস্তাক আহমদ সিবিএন-কে জানিয়েছেন। আহত একজনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

পাঠকের মতামত: