ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কাউন্সিল সাহাব উদ্দিনকে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন সিকদার কক্সবাজার পৌরসভার কাউন্সিল হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছেন নদী পরিব্রাজক দল। ৮জুলাই রোজ শনিবার শহরের অভিজাত হোটেলে নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. আবু হেনা মোস্তফা  কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি  শামসুল আলম শ্রাবণে র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি, নদী গবেষক মোহাম্মদ মনির হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সরওয়ার সাঈদ, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ইসলাম মাহমুদ,  কেন্দ্রীয় ইভেন্ট সম্পাদক আলী ফয়সাল।

জেলা শাখার সহ-সভাপতি মিনার হাসানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি আবদুল আলীম নোবেল, বর্তমান সহ-সভাপতি সাংবাদিক আজাদ মনসুর,  সাংবাদিক তুহিন আহমদ,  সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সহ-সভাপতি সাহাব উদ্দিন সিকদার সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক হালিম মোঃ জয়, এবং রবিউল ইসলাম,  রাকিব নাদিম, জাহেদ হাসান, কক্সবাজারে ব্লাড ডোনেটিং ক্লাব’র সহ এডমিন  হেলাল উদ্দিন, সাঈদ ইমরান জুয়েল, রমজান আলী নীরব,  হুমায়ুন রশিদ, শহিদুল্লাহ  প্রমুখ।

প্রোগ্রামে সাহাব উদ্দিন সিকদার কাউন্সিল নির্বাচিত হওয়ায় ক্রেস্ট প্রদান করা হয়।

পাঠকের মতামত: