ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কলকাতায় আন্তর্জাতিক বই মেলায় ককসবাজারের কবি ইফতেখারের কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

এম আবুহেনা সাগর,নিজস্ব প্রতিনিধি ::

কলকাতায় ৪২তম আন্তর্জাতিক বই মেলায়  কক্সবাজার সদরের ইসলামপুরের তরুণ কবি ঈফতেখার ঈশপ এর প্রথম কাব্য গ্রন্থ “না কবি না বৈষ্ণবী ” ও ভারতের জলপাই গুড়ির কবি রঙ্গন রায় এর ‘প্রাপ্ত বয়স্কতার পূর্ব দিক’ বই দুটির মোড়ক উন্মোচন করা হয়েছে। ৭ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকতা বই মেলার প্রেস কর্ণারে খ্যাতিনামা প্রকাশনী ঐহিক এর আয়োজনে অনুষ্টিত ঐহিক সম্মাণনা, তরুণ পান্ডুলিপি সম্মাণনা প্রকাশিত বই এর মোড়ক উন্মোচন অনুষ্টানে দুই বাংলার খ্যাতিমান কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে জীবনের সাহিত্যকীর্তির জন্য ঐহিক জীবনকৃতী সম্মাননা ২০১৮ শাস্ত্র বিরোধী আন্দোলনের পুরোধা পুরুষ শ্রী রমানাথ রায় । ঐহিক মৈত্রী সম্মাননা ২০১৮
বাংলাদেশের খ্যাতিমান কবি কবির।
ঐহিক সম্মাননা ২০১৮ আশির দশকের উল্লেখযোগ্য স্বতন্ত্র,নিজস্ব কাব্য ভাষায় উজ্জ্বল
শ্রী উমাপদ কর সত্তরে দশকের কবি শ্রী সমরজিৎ সিংহ। ঐহিক সোমনাথ দাস সম্মাননা ২০১৮ কবি,সম্পাদক,প্রকাশক গৌতম মন্ডল । ঐহিক সম্মাননা ২০১৮ প্রদান করা হয় আশির দশকের প্রিয় কবি,স্বতন্ত্র কাব্যধারার ধীমান চক্রবর্তীকে ।উপরোক্ত সম্মাণনা সমূহ প্রদান করেন, ঐহিক প্রকাশনীর পক্ষে সমর সরকার, রঞ্জন মৈত্র, স্বপন রায়,সমরজিৎ সিংহ,প্রবীন কবি কালীকৃষ্ণ গুহ, রণজিৎ দাশ, মৃদুল দাশগুপ্ত,গৌতম চৌধুরী, সৈয়দ কওসর জামাল বাংলাদেশের কবি মেঘ অদিতি। এ অনুষ্টানে তরুণ কবির পাণ্ডুলিপি সম্মাননা ও ঐহিক তপতী চ্যাটার্জী সম্মাননা প্রদান করা হয় পূথিবীর দীর্ঘতম সমুদ্রনগরী কক্সবাজারের তরুণ কবি ঈফতেখার ঈশপ ও উপার বাংলার জলপাইগুড়ির রঙ্গন রায়কে। অনুস্টান পরিচালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন ঐহিক প্রকাশনীর কর্ণধার তমাল রায়। তিনি এই প্রতিনিধিকে জানান, কক্সবাজার থেকে জলপাইগুড়ির ভৌগোলিক দূরত্ব অনেক হলেও,এক সূত্রে বাঁধা পড়লে এই দু তরুণ কবি ,ঐহিক সূত্রে। কাঁটাতারহীন বাংলা ভাষার জয় হোক। মিলেমিশে থাকি সকলে, সাহিত্য, বাংলা ভাষার উন্নয়নে। এদিকে সদর উপজেলার ইসলামপুরের তরুন কবি ঈসপের সফলতা কামনা করেন – ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,সাধারন সম্পাদক এইচ এম রুস্তম আলী,সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি,সদস্য আশফাক উদ্দিন আরাফাত, রফিক উদ্দিন লিটন, ছরুয়ার শিফা।

পাঠকের মতামত: