ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

কর্ণফুলীতে বিএনপি নেতার খাদ্য উপহার পেল ১ হাজার পরিবার

চট্টগ্রাম প্রতিনিধি ::  ‘করোনায় আতঙ্ক নয়, সচেতন হোন। ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন।’ জনসচেতনতামূলক এ বাণীকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্ণফুলীতে বিপাকে পড়া মানুষের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অালহাজ্ব আলী অাব্বাস এর পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার পাঁচ ইউনিয়নে করোনা সংঙ্কটময় পরিস্থিতির শিকার  (দুই দফায়) এমন ১ হাজার পরিবারের মাঝে  নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ( চাল, ডাল, আলু , সেমাই, তেল, ছোলা, ছিঁড়া, চিনি, পেঁয়াজ) বিতরণ করেন।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও কর্ণফুলী থানা বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলার পাঁচ ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি করোনা পরিস্থিতির শুরু থেকেই যুগ্ম আহ্বায়ক অালহাজ্ব আলী অাব্বাস এর ব্যবস্থাপনায় উপজেলায় নেতাকর্মীরা বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচি পালন করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অালহাজ্ব আলী অাব্বাস বলেন, ‘দেশের সকল দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার ভূমিকা রেখেছে। করোনা সঙ্কটের শুরু থেকেই আমরা একেবারে তৃণমূল পর্যায়ের প্রান্তিক মানুষদের সচেতন করার চেষ্টা করার পাশাপাশি খাদ্য সহায়তা দিয়ে আসছি।’

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া গণমানুষের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী এ সহযোগিতা অব্যাহত থাকবে (ইনশাল্লাহ) বলে জানান।’

পাঠকের মতামত: