ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ঈদগাঁওর মসজিদে দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :: বিশ্বব্যাপী ছড়ানো করোনা ভাইরাস থেকে দেশ বাসীকে বাচিঁয়ে রাখতে ঈদগাঁওর মসজিদে দোয়া প্রার্থনা করা হয়েছে।
২০ মার্চ জুমায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) জামে মসজিদে করোনা ভাইরাস থেকে বাঁচার করণীয় সম্পর্কে ইমাম মাওলানা এনামুল হক ইসলামাবাদী বলেন, প্রত্যেককে সচেতনও সর্তক থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করা,চোখ-কান-মুখ স্পর্শ থেকে বিরত থাকতে হবে,সর্দি-কাশি হলে ঘরে থাকতে পরার্মশ দেন। পরে নামাজ শেষে মোনাজাতে এ ভাইরাস থেকে দেশবাসীকে মুক্তি দিতে মহান রাব্বুল আলামীনের দরবারে দুহাত তুলে মোনা জাত করেন অসংখ্য মুসল্লীরা। এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রতিষ্টাতা কামরুল হক চৌং, সাবেক প্রধান শিক্ষক আলমগীর,বর্তমান প্রধান শিক্ষক শহিদুল হক,গনমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর,রফিকুজ্জামান চৌধুরীসহ বিপুল সংখ্যক মুসল্লী। একইদিন ষ্টেশন জামে মসজিদে দোয়া ও প্রার্থনা করেছেন বলে জানান খতিব মাওলানা নুরুল আবছার।

পাঠকের মতামত: