যমুনা : করোনাকালীন সময়ে দেশের ৬০ দশমিক ৩১ শতাংশ পত্রিকা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম নেটওয়ার্ক। সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আমীর খসরু মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের ৩৪ টি জেলার ৪৫৬ টি স্থানীয় সংবাদপত্রের ওপর সম্প্রতি জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে।
এসময় সংবাদপত্র বন্ধের জন্য বিজ্ঞাপন কমে যাওয়াকে দায়ী করেন বক্তারা। করোনাকালের সংবাদপত্রের স্বাধীনতা কমেছে এবং তথ্যপ্রাবাহের ঘাটতি দেখা দিয়েছে বলেও জানান তারা।
পাঠকের মতামত: