ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

করোনার হটস্পটে চকরিয়া: বাড়ছে রোগী, ২৪ ঘন্টায় ডাক্তারসহ পাঁচজনের করোনা পজেটিভ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় প্রতিদিন বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। সোমবার ১১ মে একদিনে নতুন করে দুইজন ডাক্তারসহ পাঁচজনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। বর্তমানে চকরিয়া উপজেলা করোনার হটস্পটে পরিণত হয়েছে। ইতোমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষসহ ২৫ জন করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন। অপরদিকে সোমবারের পাঁচজনসহ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁিড়য়েছে ৩০জন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমির হামজা বলেন, সোমবার কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেলের ল্যাব থেকে নমুনা পরীক্ষার রির্পোট পাওয়া গেছে। তাতে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় (সোমবার) চকরিয়ায় দুইজন ডাক্তারসহ পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।

তারা হলেন চকরিয়া উপজেলা হাসপাতালের ডেন্টাল সার্জন ডা.মহিম উদ্দিন, মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের সাবেক মেডিক এবং পল্লি চিকিৎসক সুজন দেব, চকরিয়া পৌরসভার ১নং ওয়াডের কাজীপাড়া গ্রামের এমডি আসাদ, উপজেলার কাকারা ইউনিয়নের এসএমচরের বাসিন্দা এসএম আকাশ, বদরখালী ইউনিয়নের ৩ ব্লকের বাসিন্দা নুরুল কবীর ফারুকী।

তিনি বলেন, গতকাল আক্রান্ত হওয়া নতুন চারজন খবর প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন লকডাউনের বিষয়ে প্রদক্ষেপ নেবে। এনিয়ে চকরিয়া উপজেলায় মোট ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।#

পাঠকের মতামত: