ইমাম খাইর, কক্সবাজার ::
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন চকরিয়া উপজেলার লুমঘাট চা-বাগানের বাসিন্দা, প্রখ্যাত চিকিৎসক ডা. স্টিফেন গনসালভেজ (৪৫))।
রবিবার (১৪ জুন) সকাল ১১টায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে প্রচন্ড শ্বাসকষ্ট (করোনা উপসর্গ) নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।
ডা. স্টিফেন গনসালভেজ চা-বাগান এলাকার মৃত রেসলী গনসালভেজের ছেলে। তিনি ১ ছেলে ২ মেয়ের জনক।
একই দিন বিকাল ৪টার দিকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
খবর নিশ্চিত করেছেন ডা. স্টিফেন গনসালভেজের বাল্যবন্ধু কক্সবাজার জেলা ক্রিড়া সংস্থার নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক এম.আর মাহবুব।
তিনি জানান, ডা. স্টিফেন গনসালভেজের মা মাসাং গনসালভেজ একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুপথযাত্রী।
ডা. স্টিফেন গনসালভেজের আত্মার সদগতি ও মায়ের সুস্থতা কামনা করেছেন সাংবাদিক এম.আর মাহবুব।
পাঠকের মতামত: