ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

পরকিয়া প্রেমের টানে ৪সন্তান ফেলে প্রবাসীর স্ত্রী উধাও

হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি ::

প্রেম মানেনা জাতকূল, বয়স, কোন নিয়ম। এমন প্রেমে মজে ১৪ বছরের স্বামীর সংসার রেখে চার সন্তান নিয়ে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক প্রবাসীর স্ত্রী।

 গত ২৪ আগষ্ট ঘটনাটি ঘটেছে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা (নদীর পশ্চিমকূল) এলাকায়। ওই গৃহবধূর নাম আনোয়ারা বেগম (৩২)। এই ঘটনায় রামু থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী পরিবার। ডায়েরী নং- ১১৩৬, তাং- ২৫/০৮/২০১৮।থানায় লিপিবদ্ধ জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা টেকপাড়া (নদীর পশ্চিমকূল) এলাকার আব্দুস ছালামের সাথে একই এলাকার মো: শফির মেয়ে আনোয়ারা বেগমের বিয়ে হয় ২০০৪ সনে। বর্তমানে তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স সাড়ে ১১ বছর আর ছোট ছেলের বয়স চার বছর।বিয়ের পর স্বামী আব্দুস সালাম মালেশিয়ায় প্রবাস জীবনে রয়েছে। এই সুযোগে আনোয়ারা বেগম প্রতিবেশী মোস্তাক আহমদের ছেলে আব্দুল মালেক (২৮) এর প্রেমে আসক্ত হয়ে পড়ে। সর্বশেষে গত ২৪ আগষ্ট তারা দু’জন অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। যাওয়ার সময় প্রবাসী স্বামীর অর্জিত স্বর্ণালংকার ও নগদ অর্থসহ চার সন্তানকে নিয়ে গেছে আনোয়ারা বেগম। স্থানীয়রা প্রেমিক-প্রেমিকার মুঠোফোনে যোগাযোগ করলে তারা একে অপরকে বিয়ে করেছে বলে স্বীকার করে। এদিকে স্বামীর পরিবার চার সন্তানকে ফিরে পেতে আইন শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেছেন।

পাঠকের মতামত: