ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কখনো আদর্শচ্যুত হয়নি -দৈনিক হিমছড়ি

himchaছৈয়দ আলম, কক্সবাজার :::

জেলার অন্যতম প্রধান পত্রিকা ও উন্নয়ন সাংবাদিকতায় বিশ^াসী দৈনিক হিমছড়ি‘র প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জেলার সূধী মহল অভিমত ব্যক্ত করেন, জন্মলগ্ন থেকেই কখনোই আদর্শচ্যুত হয়নি দৈনিক হিমছড়ি। এ কারণে এ পত্রিকার গ্রহণযোগ্যতা ও চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ একটি পত্রিকাকে পাঠক নিজের মনে স্থান দেন। দৈনিক হিমছড়ি তাই করে যাচ্ছে।

সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মহল বলেন, ২০ বছরে কক্সবাজারে পত্রিকার প্রসার অভাবনীয়। কিন্তু সে তুলনায় মান বাড়েনি। জেলা শহরের অধিকাংশ পত্রিকায় এখনো বানান ভুল দেখা যায় অহরহ। যা কখনো কাম্য নয়। সাংবাদিকরা নানা অপবাদে জর্জরিত। এই অপবাদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে।

কক্সবাজারের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক হিমছড়ি ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দোয়া মাহফিল ও প্রতিনিধি সমাবেশ’র মধ্য দিয়ে পালিত হয়েছে। বিকাল থেকে বিভিন্ন সূধী মহল থেকে পাঠকপ্রিয় দৈনিক হিমছড়িকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করতে থাকে।

৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় হিমছড়ি কার্যালয়ে প্রতিনিধি সমাবেশ ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল্লাহ মুহাম্মদ হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রখেন, সম্পাদক হাসানুর রশীদ। দৈনিক হিমছড়ির যুগ্মবার্তা সম্পাদক হুমায়ুন সিকদার অনুষ্ঠান পরিচালনা করেন। প্রতিনিধি সভায় ২০১৬ সালের দৈনিক হিমছড়ি পত্রিকায় সততা ও নিষ্টার সাথে কাজ করে টেকনাফস্থ নিজস্ব প্রতিবেদক হুমায়ুন রশিদ, চকরিয়া অফিস প্রধান ও প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ ও পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল সেরা প্রতিনিধি নির্বাচিত হন। তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

বাদে আসর দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, দৈনিক হিমছড়ির প্রকাশক ডাঃ সরওয়ার হাসান। এতে অংশ নিয়ে হিমছড়িকে ধন্য করেছেন, ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ সাংবাদিক আমিনুল হক চৌধুরী, দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়শনের জেলা সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল, নির্বাহী সম্পাদক মহসিন শেখ, এড. রমিজ আহমদ, মাস্টার বোরহান উদ্দিন চৌধুরী, বদর মোকাম মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, ডিসকভার কক্সবাজার’র পরিচালক আবদুল্লাহ নয়ন, সাংবাদিক ইব্রাহিম খলিল মামুন, সাংবাদিক ইমাম খাইর, দৈনন্দিনের ব্যবস্থাপনা সম্পাদক শফিউল আলম, নুরুল হক চকোরী, শাহেদ মিজান, সাইফুল আলম বাদশাসহ অন্যান্যরা। দোয়া মাহফিল পরিচালনা করেন বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম মাও: ইউনুছ ফরাজী। সকালে প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন, ছৈয়দ আলম, কাইছারুল ইসলাম, আবুল বাশার নয়ন, নিজস্ব প্রতিবেদক টেকনাফ হুমায়ুন রশিদ, বাবুল মিয়া মাহামুদ, মাহবুবুল হক, ঈদগাঁও প্রতিনিধি এইচএন আলম, জিয়াউল করিম, নিজস্ব প্রতিনিধি রামু আহমদ ছৈয়দ ফরমান, ঈদগড় প্রতিনিধি জাফর ইকবাল, বাইশারী প্রতিনিধি মফিজুর রহমান, হিসাব রক্ষক এহেতেশামুল হক, দৈনিক হিমছড়ির অপারেটর ইনচার্জ আবু সুফিয়ান, সোহেল। সমাবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন মাহবুবুল হক।

প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত দৈনিক হিমছড়ি:

প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, সদর বিএনপি নেতা হামিদুল হক, শ্রমিকদল নেতা এস্তাক আহমদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের পক্ষে সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, ছফওয়ানুল করিম। সংরক্ষিত মহিলা-২ জেলা পরিষদ সদস্য এবং জেলা মহিলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা এবং তার স্বামী মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন, দিদারুল আলম, মিনহাজুল আবেদীন নান্নু। দৈনিক আজকের কক্সবাজার’র ব্যবস্থাপনা সম্পাদক হাসান মেহেদী রহমান ও বার্তা সম্পাদক আহসান সুমন’র নেতৃত্বে রিপোর্টার আরফাতুল মজিদ, আরোজ ফারুক, হাফিজুল ইসলাম চৌধুরী, মহিবুল্লাহ মুহিব ও ক্রীড়া সংস্থার সদস্য ওমর ফারুক ফরহাদ, দৈনিক ইনানীর নির্বাহী ও বার্তা প্রধান শফি উল্লাহ শফির নেতৃত্বে জসিম উদ্দিন ছিদ্দিকী, বলরাম দাশ অনুপম, ইসমাইল সাজ্জাদ, আবদুর রহমান প্রমুখ। দৈনিক আপন কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, শহর প্রতিনিধি শাহ আলম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহিন’র নেতৃত্বে নির্বাহী সম্পাদক আমানুল হক বাবুল, উপ সম্পাদক এম. আমান উল্লাহ, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক এম. শাহজাহান চৌধুরী শাহীন, সহ-সম্পাদক আমিনুল হক আমিন, মফস্বল সম্পাদক আজিজ রাসেল, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার’র নেতৃত্বে দৈনিক সাগর দেশ স্টাফ রিপোর্টার নুরুল আলম, ডাক্তার আশরাফুল ইসলাম, মনওয়ার কাউছার শিপন, হাসিবুল ইসলাম সুজন।

জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক এড. মীর মোশারফ হোসেন টিটু, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল এবং সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, ফাহিমুর রহমান, ওসমান সরওয়ার রানা, যুগ্ম সম্পাদক রাসেদুল করিম রাসেদ, এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ খান, সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদস্য আমান উল্লাহ আনছারী, শহর শিবির সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারী তৈয়ব, জেলা ছাত্রশিবির সভাপতি আজিজুর রহমান, সেক্রেটারী মশিউর রহমান, জেবর মুল্ক, সদস্য সচিব সাতকানিয়া-লোহাগাড়া সমিতি, কক্সবাজার ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী কমিউনিটি পুলিশিং, কক্সবাজার জেলা। দোকান মালিক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মাও: আবদুল গফুর, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম ও সিনিয়র সহ-সভাপতি এড. মোশারফ হোসেন টিটু, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখা, সিবিএন ২৪ ডটকম সম্পাদক মো: সরওয়ার আলম, নির্বাহী সম্পাদক ইসলাম মাহামুদ, দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সহ-সভাপতি এড. আবুহেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মিনার হাসান, পরিবেশ সম্পাদক ইলিয়াছ মিয়া, নদী পরিব্রাজক দল জেলা শাখার সভাপতি এড. আবুহেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি মিনার হাসান, গবেষণা সম্পাদক ইলিয়াছ মিয়া, বাঁকখালী নদী বাঁচাও আন্দোলনের পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক, কুতুবদিয়া উন্নয়ন পরিষদের পক্ষে সভাপতি, সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক দিনার, সহ-সেক্রেটারী মাহবুবুল হক ও অর্থ সম্পাদক আবদুল গফ্ফার কুতুবী, আন্ত জেলা সংবাদপত্র হকার সমিতির পক্ষে সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারী শফিকুর রহমান, সহ-সভাপতি নুরুল মোস্তফা, সহ-সেক্রেটারী বরুন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক হাসান আলী বাচ্চু, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন, উপদেষ্টা কামাল কোম্পানী, মুজাহের মিয়া ও ওসমান গনি, চিরিংগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিয়া উদ্দীন বাবলু, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক টিপু, তরুন আইনজীবী রবিউল আরফাত, অনলাইন কক্সবাজার খবর সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, জেলা সংবাদপত্র হকার কল্যাণ সমিতিরি সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহসভাপতি জহির আহমদ, সহ সভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহা দীপক পাল, সদস্য মোহাম্দ জসিম, মোহাম্মদ সাইমুন, মোহাম্মদ শফিক, মোহাম্মদ আমজাদ, আজমাদ, সিরাজ মিয়া, স্বপন দাশ, মোহাম্মদ ইসলাম, লুতুমিয়া, দেলোয়ার, দিলীপ আইচ, আবদুল্লাহ, মুজিবুর রহমান, মিলন পাল।

দৈনিক কক্সবাজার ৭১ এর পক্ষে এইচএম নজরুল ইসলাম, জেলা হকার কল্যাণ সমিতির পক্ষে সভাপতি কামাল উদ্দিন, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ, বিচার ও আইন বিষয়ক সচিব আলহাজ¦ এড. রমিজ আহমদ।

দিনব্যাপী দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে যাঁরা উপস্থিত হয়েছেন, পরামর্শ দিয়েছেন তাদের প্রতি দৈনিক হিমছড়ির পক্ষ থেকে সম্পাদক হাসানুর রশীদ বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত: